‘রাজনীতি করলে অবসরের পর করা উচিত’-সোহান

মাশরাফি যখন ২০১৮ সালে জাতীয় সংসদের সদস্য হয়েছেন, তখন তিনি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। চলতি বছর আবারো আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একইভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিবও। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগেই রাজনীতিতে যোগ দেওয়ায় এই দুই ক্রিকেটারকে নিয়ে চলেছে নানা আলোচনা-সমালোচনা।

আজ এনিয়ে মুখ খুললেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নুরুল হাসান সোহান। বিসিবির নানা অপকর্ম জনসম্মুখে এনেছেন তিনি। সাথে সমালোচনা করেছেন সাকিব-মাশরাফিরও।

সোহান বলেন, ‘সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত।’

ক্রিকেট বোর্ড কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়দের জায়গা নয় বলেও মন্তব্য করেছেন সোহান। এই বিষয়ে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিগতদের বোর্ডে না আসাই ভালো।’

Exit mobile version