তবুও রাজনীতি চালিয়ে যেতে চান সাকিব আল হাসান। তবে আপাতত থমকে আছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে তিনি। তবে ফের বাংলাদেশের জার্সিতে খেলার আশা ছাড়ছেন না এই অলরাউন্ডার।
ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে অবসরের ইচ্ছা দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের। আরেকটি বিষয় স্পষ্ট করে বললেন, দেশের মানুষের জন্য কাজ করতে রাজনীতিও চালিয়ে যেতে চান তিনি।
গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অনিশ্চয়তা শুরু হয় সাকিবকে নিয়ে। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ভোট করে মাগুরার এমপি হয়ে সংসদে গিয়েছিলেন সাকিব।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর, আন্দোলন দমাতে গুলির ঘটনায় অনেকের বিরুদ্ধেই হত্যা মামলা হয়, এর মধ্যে একটি মামলায় সাকিবও আসামি। সাকিব বলেন,‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। হয়তো রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’
গত বছরের সেপ্টেম্বরে ভারত সফরের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে। পরের মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশেই ফিরতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















