রাজনৈতিক ময়দানে থেকে খেলার মাঠের খোঁজ রাখছেন সাকিব

আঙুলের চোটে বিশ্বকাপের শেষ ম্যাচের আগে দল থেকে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। চোট সারিয়ে না উঠতে পারায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে রাখা হয় নি দলের এই অভিজ্ঞ ক্রিকেটারকে। তাই ঘরের মাটিতে তাকে দলনেতা হিসেবে পাচ্ছেননা টাইগার ক্রিকেটাররা। তবে খেলার মাঠে না হলেও রাজনৈতিক ময়দানে ঠিকই নেতৃত্বের ভার নিতে চলেছেন সাকিব।

গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন সাকিব। রাজনৈতিক ময়দানে থাকলেও খেলার মাঠে জাতীয় দলের খেলোয়াড়দের খোঁজ নিয়মিতই নিচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। দলের নিয়মিত অধিনায়ক সাকিবের অনুপস্থিতিতে সিরিজে নেতৃত্ব দিতে চলেছেন নাজমুল হাসান শান্ত। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন যে তাঁর কাছ থেকে নিয়মিত দলের খোঁজ-খবর নিচ্ছেন সাকিব।

আজকের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত জানিয়েছেন, ‘এই সিরিজে সাকিব ভাইকে অবশ্যই আমরা মিস করব। আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে। দলের ব্যাপারে গতকাল রাতে তিনি ফোন করেছিলেন, অভিনন্দন জানিয়েছেন। দলের সব খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন, যেন তারা ভালো করে। বলেছেন, আমরা যে জিনিসটা পারি, ওটাই যেন আমরা করি।’

সাকিব অধিনায়কত্ব ছাড়লে তাঁর পরিবর্তে শান্তই পূর্ণমেয়াদে অধিনায়ক হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আগেও যেটা বলেছিলাম, আমি মনে করি আমার সব সংস্করণেই অধিনায়কত্ব করার সামর্থ্য আছে। যে-ই অধিনায়ক হবে, তার জন্য লম্বা সময় অধিনায়কত্ব করাটা ভালো হবে, সুবিধার হবে।’

সিলেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন শুরু হবে আগামীকাল সকাল ৯ টা ৩০ মিনিটে। ঢাকায় সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী ৬ ডিসেম্বর।

Exit mobile version