বিপিএলের সপ্তম ম্যাচে জিতেছে চিটাগং কিংস। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় দূর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রামের দলটি। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল কিংসরা।
চিটাগং কিংসের দেয়া ২২০ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৭.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রাজশাহী। ব্যাট হাতে রাজশাহীর পক্ষে ওপেনার মোহাম্মদ হারিস সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া ইয়াসির আলী ১৬ ও আকবর আলী ১৮ রান করেন। এছাড়া অধিনায়ক বিজয়ের ব্যাট থেকে আসে ৮ রান এবং সোহাগ গাজীর ব্যাট থেকে আসে ১১ রান।
আর কেউ সুবিধা করতে পারেনি। বল হাতে আরাফাত সানী ও আর ইসলাম তিনটি করে উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম ও ওয়াশিম নেন দুটি করে উইকেট।
এদিন মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংমের শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় চিটাগং। তবে আর এক ওপেনার ওসমান খান এদিন শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তিনি ৬২ বলে ১৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় ১২৩ রান করেন।
যা চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি। এছাড়া চিটাগংয়ের হয়ে গ্রাহাম ক্লার্ক ২৪ বলে ৪০, অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২৮ রান করে বিদায় নেন। এছাড়া হায়দার আলী ১৯ ও মোহাম্মদ ওয়াশিম ৪ রান করে অপরাজিত থাকেন। বল হাতে তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রানে নেন দুটি উইকেট। এছাড়া সোহাগ গাজী, শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন।