গত আসরের সাধারণ মানের দল গঠনের পর এবার পুরো চেহারাই বদলে ফেলেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রাজশাহী । মালিকানা পরিবর্তনের পর ‘রাজশাহী ওয়ারিয়র্স’ নামে বিপিএলে ফেরা দলটি নিলাম থেকে যেমন চমক দেখিয়েছে, পরদিন সরাসরি চুক্তিতেও রেখে দিয়েছে সেই ধারাবাহিকতা।
সোমবার (১ ডিসেম্বর) নতুন করে আলোচনায় আসে দলটি পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাতকে সাইন করানোর মাধ্যমে। ব্যাটিং-বোলিং দুই দিকেই কার্যকরী এই ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভিড়িয়ে স্কোয়াডের ভারসাম্য আরও মজবুত করেছে রাজশাহী।
বাঁহাতে ব্যাট করা ও ডান হাতে মিডিয়াম পেস বোলিং করা তালাত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ ম্যাচে ৪৪১ রান করেছেন। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তার ম্যাচ সংখ্যা ২০২, যেখানে রান ৩,৯৪১। আন্তর্জাতিক ক্রিকেটে স্ট্রাইকরেট ১১৪ হলেও সামগ্রিক টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১২৫.১৯, সঙ্গে রয়েছে একটি সেঞ্চুরি ও ২১টি অর্ধশতক।
বল হাতেও তালাত মোটামুটি কার্যকর। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৭ উইকেট পাওয়া এই ডানহাতি পেসার সব প্রতিযোগিতা মিলিয়ে তুলে নিয়েছেন ৮২ উইকেট, আর ইকোনমি ৮.৯১।
নতুন এই সাইনিংয়ের আগে রাজশাহী ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে দলে টেনে নেয় নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজকে। নিলামেও তারা জিতেছে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে বেশ কয়েকটি ভালো নাম।
রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, মুশফিকুর রহিম, শাখির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, দুশান হেমন্থ, জাহানদাদ খান ও নতুন সাইনিং হুসাইন তালাত।
