রানের পাহাড়ে বাংলাদেশ

জাকের আলী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে রানের পাহাড়ে বাংলাদেশ। শুক্রবার ভোরে শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট হাতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান করেছে। জাকের আলীর অপরাজিত ৭২ রানে বাংলাদেশ এই রান পাহাড়ে।

তিন ম্যাচের এই সিরিজে বাংলাদেশের সামনে এখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার সুযোগ।

জাকের আলী শুধু ৭২ রানে অপরাজিত থেকেছেন তা নয়, অসাধারণ ব্যাটিং করেছেন। বিধ্বংসীয় ব্যাটিংয়ে ৭২ রান করতে মাত্র ৪১ বল খেলেছেন তিনি। তিনটি বাউন্ডারির পাশাপাশি ছয়টি ওভার বাউন্ডারি মেরেছেন। মেহেদি হাসান মিরাজের সঙ্গে যোগ দিয়ে চতুর্থ উইকেটে তিনি দলকে ৩৭ রান এনে দেন। মেহেদি ২৩ বলে ২৯ রান করেন।

এর আগে পারভেজ হোসেন ইমন খেলেছেন ৩৯ রানের এক ইনিংস। ২১ বলে তিনি এই রান করতে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরেছেন।

Exit mobile version