রাবাদাকে বাইরে রেখে প্রোটিয়াদের ওয়ানডে সিরিজ শুরু

ওয়ানডে সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ শেষ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচে টস জয়ের পর অস্ট্রেলিয়া ব্যাটিংরে সিদ্ধান্ত নিয়েছে।

ওয়ানডে সিরিজের আগে বিপদে প্রোটিয়ারা। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারা প্রোটিয়াদের সামনে এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ। তবে সে সুযোগে মাঠে নামার আগেই বিপদে তারা। দলটির পেসার কাগিসো রাবাদাকে বাইরে রেখে এই সিরিজ শুরু করতে হচ্ছে তাদের। হাঁটুর ইনজুরিতে ভুগছেন। ইনজুরিটি বেশ মারাত্মক হওয়ায় এ সিরিজেই তার খেলা হবে না।

প্রোটিয়াদের জন্য রাবাদার ইনজুরি বড় একটা ধাক্কা। কেননা টস হওয়ার মাত্র ১০ মিনিট আগেই তার ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়ায় যায়। ফলে তাদেরকে ম্যাচ পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়।

একদিকে রাবাদ নাই, মার্কো ইয়ানসেনও এখনো সুস্থ হননি। ফলে পেস ডিপার্টমেন্ট নিয়ে দুঃশ্চিন্তায় থাকতে হচ্ছে তাদের।

Exit mobile version