রাবাদার তান্ডবে সাগরিকায় বিধ্বস্ত বাংলাদেশ

মিরপুরে ব্যর্থতার পর চট্টগ্রাম টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বোলিং তোপে তৃতীয় দিন সকালে মাত্র ১০ রানে ৪ উইকেটে হারিয়ে ধুকছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮ রানে ৮ উইকেটে হারিয়ে বিপদে নাজমুল হোসেন শান্তর দল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে চার উইকেটে ৩৮ রান নিয়ে সকালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারায় স্বাগতিকরা। পেসার রাবাদার বোলিং তোপে একে একে বিদায় নেন, নাজমুল হোসেন শান্ত ৯, মুশফিকুর রহিম শুন্য, মেহেদী হাসান মিরাজ ১ রানে।

এছাড়া অভিষিক্ত মাহিদুল ইমলাম অঙ্কন রাবাদার বলে শুন্য রানে বিদায় নেন। ফলে ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে কঠিন বিপদে বাংলাদেশ।

এর আগে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ তুলে ইনিংস ঘোষণা করে। ফলে ব্যাটিংয়ে নেমে হতাশাজনক ব্যাটিং প্রদর্শন করে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯ ওভার ব্যাট করেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি।

Exit mobile version