আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

১২ বলে ৪৩। চারটি করে চার ও ছক্কা। আন্দ্রে রাসেল ঝড়ে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠে আসলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চট্টগ্রাম পর্বেই গ্রুপের শেষ ম্যাচ খেলার আগেই শীর্ষস্থান নিশ্চিত ছিলো রংপুর রাইডার্সের। বিপরীত চিত্র ছিলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার সামনে। হারলেই কোয়ালিফাইয়ার এক খেলা অনিশ্চিত হয়ে যাবে তাদের সামনে। কিন্তু কোন ধরনের যদি কিন্তুর মধ্যে না গিয়ে রংপুরকে ৬ উইকেটে সহজেই হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই অনেকটাই নিশ্চিত করে নিয়েছে লিটন দাসের দল। ২৩ ফেব্রুয়ারি ঢাকায় গ্রুপে ফরচুন বরিশালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার পাঁচ বলে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে দেড়শ রান যোগ করে নুরুল হাসান সোহানের রংপুর। দলের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৬৯ রান করেন জিমি নিশাম। ৪২ বল খেলা কিউই ব্যাটারের উইলোতে ছিলো ৯ বাউন্ডারি ও দুই ছক্কার মার।

সাকিবের ব্যাটে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান। ওপেনার রনি তালুকদার করেন তৃতীয় সর্বোচ্চ ১৪ রান।

কুমিল্লার দুই বোলার আন্দ্রে রাসেল ও অনূর্ধ্ব-১৯ দলে খেলে আসা মিডিয়াম পেসার মুশফিক হাসান তিনটি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন ম্যাথিউ ফোর্ড।

১৫১ রানের টার্গেটে খেলতে নামা কুমিল্লার জয় নিয়ে শুরু থেকেই কোন সংশয় ছিলো না। আর রাসেল খেলতে নেমে সব দূর করে দেন।

অধিনায়ক লিটন দাসের সাথে সঙ্গী হয়ে এদিন ইনিংস উদ্বোধন করেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারাইন। ৫ম ওভারের প্রথম ও তৃতীয় বলে নারাইন ও তৌহিদ হৃদয়কে আউট করে সাকিব ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন।

তৃতীয় উইকেটে মাহিদুল ইসলাম অংকনের সাথে ৬৫ রানের জুটি গড়ে সাকিবের বলেই আউট হন লিটন। ১৪তম ওভারে সাকিবের বলে লিটন আউট হওয়ার পর পরের ওভারেই ওভারেই অংকন আউট হলে অস্বস্তিতে পড়ে কুমিল্লা। কিন্তু আন্দ্রে রাসেল সব উড়িয়ে দিয়ে ম্যাচটা নিজেদের করে নেন। যেন জোড়া ধাক্কা সামাল দিতেই রংপুরের বোলারদের ওপর চড়াও হন ক্যারিবীয় এই দানব।

Exit mobile version