সময়টা যেন মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর চলতি নিউজিল্যান্ড সফরেও ব্যর্থ তারা। এই অবস্থায় কঠোর সমালোচনায় পড়েছে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার!
মূলত পিসিবি আয়োজিত ঘরোয়া টুর্নামেন্ট বাদ দিয়ে মোহাম্মদ রিজওয়ান স্থানীয় একটি ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর এসেছে দেশটির সংবাদমাধ্যমে। এতে এই উইকেটকিপার-ব্যাটসম্যান বোর্ডকে ‘অপমানিত’ করেছে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বাখত।
এজন্য কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি। রিজওয়ানের নেতৃত্বে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। তার ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো ছিল না। ফলে সমালোচনার মুখে পড়েন তিনি।
যার ফলে রিজওয়ান-বাববকে বাদ দিয়ে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। সেখানে প্রথম দুই ম্যাচে পাত্তাই পায়নি সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটি।
অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর ওমরাহ করতে সৌদি আরবে যান রিজওয়ান। সেখান থেকে নিজ শহর পেশাওয়ারে ফিরে ১৮ দলের চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণের পরিবর্তে ক্লাব ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন তিনি।
তার ক্লাব ক্রিকেটে খেলার একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দাবি করা হয়, ম্যাচে তিনি অপরাজিত সেঞ্চুরি করেছেন। ঠিক সেই সময় নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের হার।
এ ঘটনায় পাকিস্তানের হয়ে ২৬ টেস্ট ও ২৭ ওয়ানডে খেলা সিকান্দার ক্ষুব্ধ হয়ে বলেন,‘, পিসিবির আয়োজিত টুর্নামেন্টে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অবশ্যই খেলা উচিত। তারা প্রতি মাসে ৬০ লাখ রুপি বেতন পায়। পিসিবি থেকে বেদন নিয়ে, কেউ যদি ক্লাব ক্রিকেট খেলে এবং জাতীয় দলে না খেলে, তাদের কেন্দ্রীয় চুক্তি বাতিল করুন।’