অস্ট্রেলিয়ায় নিজেকে নতুন করে জানান দিতে প্রস্তুত রিজওয়ান

রিজওয়ান

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মাঠে নামতে যাচ্ছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান । মেলবোর্ন রেনেগেডসের লাল জার্সিতে দেখা যাবে তাকে। অস্ট্রেলিয়ায় ভালো খেললেই বিশ্ব চিনবে, এই বিশ্বাসে তিনি মুখিয়ে আছেন নিজেকে প্রমাণ করতে। দলের প্রয়োজনে ব্যাটিং, কিপিং এমনকি বোলিং সব ভূমিকাই নিতে প্রস্তুত রিজওয়ান।

ক্যারিয়ারে তার বোলিং রেকর্ড যে নেই তা নয়। পাঁচটি উইকেট আছে তার নামে, যার চারটি প্রথম শ্রেণির ক্রিকেটে, আর একটি টি–টোয়েন্টিতে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বল হাতে নেননি তিনি। রেনেগেডসে উইকেটকিপিংয়ে বিকল্প আছেন নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। ফলে দুজনেই দলে থাকলে প্রয়োজনে বল করতেও রাজি রিজওয়ান। তার ভাষায়, “যা চাইবে কোচ আর অধিনায়ক, ব্যাটিং, কিপিং, এমনকি বোলিংও; আমাকে যা বলবে তাই করব।”

এটি রিজওয়ানের অস্ট্রেলিয়ায় ষষ্ঠ সফর হলেও বিবিএলে অভিষেকের কারণে চ্যালেঞ্জটা একেবারে নতুন। তিনি জানালেন, “বিগ ব্যাশে খেলতে আমি অপেক্ষা করছি। এখানে সবাইকে চ্যালেঞ্জ নিতে হয়। অস্ট্রেলিয়ায় এক ইনিংসই আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল।”

সেই ইনিংসটি ২০১৯ সালের গাবায়, যেখানে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে রিজওয়ানের ৯৫ রান ছিল চোখে লাগার মতো। কমিন্স স্টার্ক হেইজলউড আর লায়নদের বিপক্ষে সেই লড়াই আজও তার ক্যারিয়ারের পরিচয়ের অংশ।

বিবিএলের ১৫তম আসর হবে রিজওয়ানের পঞ্চম ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। তার সঙ্গে আরও ছয় পাকিস্তানি খেলোয়াড় এবার বিগ ব্যাশে খেলবেন। তাদের মধ্যে রয়েছেন বাবর আজম ও শাহিন আফ্রিদিও। পরিচিত প্রতিপক্ষকে নতুন মঞ্চে দেখার অপেক্ষায় রিজওয়ান বলেন, “আমরা খুব কাছের, কিন্তু এখানে পরিস্থিতি আলাদা। তারা উদ্যম নিয়ে নামবে।”

১৪ ডিসেম্বর স্কর্চার্স-সিক্সার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিবিএল ১৫। পরদিন ব্রিসবেন হিটের বিপক্ষে রেনেগেডসের হয়ে প্রথম ম্যাচ খেলবেন রিজওয়ান। একই ম্যাচে হিটের হয়ে অভিষেক হবে শাহিনের। পিএসএলের সেই চেনা প্রতিদ্বন্দ্বীতার স্বাদ আবার পেতে চান রিজওয়ান, “শাহীন আমাকে আউট করার চেষ্টা করে, আমিও তাকে দমানোর চেষ্টা করি। আমি বাউন্ডারি খুঁজব, সে উইকেট।”

মাঠে নামার আগে তার চোখে যেন এক নতুন উত্তেজনা। অস্ট্রেলিয়ার মঞ্চে আরেকবার নিজের নামটা উজ্জ্বল করে তোলার ইচ্ছা।

Exit mobile version