নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল পাকিস্তানের লাহোর আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা। দুই উইকেটের জয় নিয়ে ছয় দলের এই বাছাই পর্বে বাংলাদেশ এখন নেতৃত্ব দিচ্ছে। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার।
বাংলাদেশের এই জয়ের নায়ক ছিলেন রিতু মনি। ক্যারিয়ার সেরা ব্যাটিং করে তিনি নিশ্চিত হারের ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ৮ উইকেটে ২৩৫ রান করেছিল। জবাবে বাংলাদেশ ৮ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
বাংলাদেশ, পাকিস্তান ও স্কটল্যান্ড ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তিন দলের পয়েন্ট সমান হলেও রানরেটে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে।
শেষ ১০ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৫৯ রান। হাতে ছিল মাত্র ৪ উইকেট। এমন অবস্থায় বাংলাদেশের জয় পাওয়া ছিল কঠিন। এ সময়ে আশার প্রদীপ হয়ে ছিলেন রিতু মনি। ৬১ বলে তিনি ৬৭ রান করেছেন। রিতু মনি ম্যাচ সেরা হলেও ম্যাচের জয়ের পথটা তৈরি করেছিলেন নিগার সুলতানা। দুই রানে যখন দুই উইকেট হারিয়ে বাংলাদেশ ধুঁকছিল তখন তিনি এক প্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। ৫১ রান করেছেন তিনি।
এর আগে আয়ারল্যান্ড লরা ডিলানির ৬৩ রান, ওরলার ৪১ ও অ্যামি হান্টার ৩৩ রানে ভর করে নির্ভরযোগ্য রান করেছিল। কিন্তু রিতু মনির চমৎকার ব্যাটিং তাদের এই সংগ্রহ তাদের মুখে হাসি ফোটাতে পারেনি।