রিশাদের পর টি-টেনে দল পেলেন এনামুল

সরাসরি চুক্তিতে ড্রাফটের আগেই জিম্বাবুয়ের টি-টেন লিগ জিম আফ্রোতে খেলার সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন। এবার চলতি মৌসুমে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দল পেলেন এনামুল হক বিজয়।

আজ দ্বিতীয় মৌসুমের জিম আফ্রো টি-টেন লিগের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের আইকন ও গ্লোবাল স্টারদের সরাসরি চুক্তিবদ্ধ করেছে। সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার, জেমস নিশাম, আসিফ আলী ও কার্লোস ব্র্যাথওয়েট।

গত রাতে অনুষ্ঠিত ড্রাফট থেকে এনামুলকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। বিদেশি ‘সি’ ক্যাটাগরি থেকে এনামুলকে দলে ভিড়িয়েছে তারা। একই দলে আইকন ক্রিকেটার হিসেবে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এর বাইরে আছেন জিমি নিশাম, ডেভিড উইলি, ডেভিড মালান, কায়েস আহমেদ, থিসারা পেরেরা এবং লুক উড, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লরি ইভান্স ও আভিষ্কা ফার্নান্ডো।

২১ সেপ্টেম্বর হারারেতে ৬ দলের জিম আফ্রো টি-টেন লিগ মাঠে গড়াবে। চলবে ২৯ তারিখ পর্যন্ত। ১৫ সদস্যের দলে বাড়তি একজন ১৬তম সদস্য গ্লোবাল আইকন হিসেবে থাকবেন। স্কোয়াডে থাকবেন ৬জন জিম্বাবুয়ে খেলোয়াড়। জিম্বাবুয়ে থেকেও হতে পারবে আইকন ও গ্লোবাল স্টার।

Exit mobile version