রেকর্ড মূল্যে সানরাইজার্সে প্যাট কামিন্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের নিলামে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। সাড়ে ২০ কোটি রুপিতে তাকে কিনে নিলো সানরাইজার্স হাইদ্রাবাদ।

ইংলিশ ক্রিকেটার স্যাম কারান এতদিন ছিলেন আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার। গতবছর ১৮ কোটি রুপিতে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন তিনি। স্যামের রেকর্ড ভেঙ্গে ২০২৪ সালের আইপিএলএর সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন কামিন্স।

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতার আগে ইংল্যান্ডের মাটিতে ভারত হারিয়েই জিতেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সব সময় টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দেয়া এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি।

নিলামের শুরুতে কামিন্সকে নিয়ে টানাটানি শুরু হয় চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। পরে যোগ দেয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কামিন্সের মূল্য নিয়ে যায় ৭ কোটি ৮০ লাখ রুপিতে। এরপর দৃশ্যপটে হাজির হয় সানরাইজার্স হাইদ্রাবাদ। শেষ পর্যন্ত কমিন্স কে কিনে নেয় নিজামের শহরের দল।

বিশ্বকাপ জয়ী অধিনায়ক কামিন্স ২০২৩ সালে কোলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ছিলেন। গতবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে দেন। মনোযোগী হন টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের প্রতি। নিজেকে গড়ে তোলার জন্য শুরু করেন ব্যক্তিগত অনুশীলন। শেষ পর্যন্ত জিতে নেন দুই শিরোপাই।

১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় এবারের নিলাম আয়োজন করা হয়। ২০২৪ মার্চ মাসে আইপিএলের প্রাথমিক ‍সূচি। ওই সময়েই ভারতের সাধারণ নির্বাচন। ফলে সূচিতে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই।

Exit mobile version