রেকর্ডের পাহাড় ছুঁয়ে যা বললেন সাকিব

টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি অসাধারণ কীর্তি গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে শুরু থেকেই নজর ছিল তার ওপর।

৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার জন্য দরকার ছিল মাত্র কয়েকটি শিকার। প্রথম পাঁচ ম্যাচে সীমিত বোলিংয়ের সুযোগ পেয়ে প্রত্যাশিত সাফল্য আসেনি। তবে ষষ্ঠ ম্যাচেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিলেন সাকিব।

সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে রোববার দুর্দান্ত বোলিং করেন তিনি। মাত্র দুই ওভার বল করে ১১ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। এর মধ্যে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ফিরতি ক্যাচে আউট করে পূর্ণ করেন টি-টোয়েন্টির ৫০০ উইকেট। এরপর আরও দুই শিকার যোগ করে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৫০২ উইকেটে।

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব। শুধু তাই নয়, এই ফরম্যাটে তিনিই বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি একসঙ্গে ৫০০ উইকেট ও ৭ হাজার রান করার অনন্য রেকর্ড গড়েছেন।

ম্যাচ শেষে সাকিব বলেন, “এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। অনেক লম্বা ক্যারিয়ার… যা অর্জন করতে পেরেছি, আমি খুশি।”

প্রথম কয়েক ম্যাচে বোলিং কম করতে হওয়ায় কিছুটা চিন্তিত ছিলেন বলেও জানান তিনি। “গত কয়েক ম্যাচে আমি বেশি বোলিং করতে পারিনি। তাই কিছুটা নার্ভাস ছিলাম। পাশাপাশি খুব বেশি ওভার বোলিং না পাওয়ায় কিছুটা নেতিবাচকতাও কাজ করছিল। তবে এটা পুরোটা দলের জন্য। যখনই আমার সুযোগ আসবে, অবদান রাখার চেষ্টা করব।”

পরিবারের উপস্থিতি তাকে মানসিকভাবে অনেক স্বস্তি দেয় বলেও উল্লেখ করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। “পরিবার সবসময়ই আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেত। তবে তিন সন্তান নিয়ে… তাদের স্কুলের কারণে কঠিন হয়ে গেছে। তাদের এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। তাই এখানে এসে থাকতে পারছে। তো এটি ভালো ব্যাপার। যখন বয়স বাড়তে থাকে, তখন পরিবার পাশে থাকলে অনেক স্বস্তি কাজ করে।”

Exit mobile version