রেকর্ডে রেকর্ডে শেষ জিম্বাবুয়ে-আফগানিস্তান প্রথম টেস্ট

রহমত শাহ ও হাশমাতুল্লাহ শহীদি

বক্সিং ডে উপলক্ষে তিনটি ম্যাচ শুরু হয়েছিল। অস্ট্রেলিয়া-ভারত ও দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচের উত্তেজনায় চাপা পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ম্যাচ। অন্য দুই ম্যাচের রেজাল্ট হলেও জিম্বাবুয়ে- আফগানিস্তানের ম্যাচ ড্রতে শেষ হয়েছে। তবে ম্যাচে ছিল রেকর্ডের ফুলঝুড়ি।

দুই দলের এ ম্যাচে আফগানিস্তান তাদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের ইনিংস গড়ে। ৬৯৯ রান করে। জবাবে জিম্বাবুয়েও কম যায়নি। তারা প্রথম ইনিংসে ৫৮৬ রান করে। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ১৪২ রান করায় ম্যাচে মোট রান দাঁড়ায় ১৪২৭।

আফগানিস্তানের আগের সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৪ উইকেটে ৫৪৫ রান। ২০২১ সালে এই রান করেছিল তারা। এ ম্যাচেও তাদের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সবচেয়ে কম ম্যাচ খেলে আফগানিস্তান দলীয় ৬০০ রানের ইনিংস গড়ার কীর্তি গড়েছে। মাত্র ১০ ম্যাচ খেলেই তারা প্রথমবার ৬০০ রানের ইনিংস খেলেছে। এ জন্য নিউজিল্যান্ডকে খেলতে হয়েছিল ২০৬ ম্যাচ। ভারতকে খেলতে হয়েছিল ১৬৬ ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকে ১৬৪ ম্যাচ, ইংল্যান্ডকে ১৩০ আর অস্ট্রেলিয়াকে ১২০ ম্যাচ। আফগানিস্তানে পর সবচেয়ে কম ম্যাচে ৬০০ রানের ইনিংস খেলছিল পাকিস্তান। ১৯ ম্যাচে এই রান করেছিল।

জিম্বাবুয়েও তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের ইনিংস গড়েছে। করেছে ৫৮৬ রান। এর আগে তাদের সর্বোচ্চ দলীয় রান ছিল ৯ উইকেটে ৫৬৩ রান। ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান করেছিল তারা।

তৃতীয় উইকেটে আফগানিস্তানের রহমত শাহ ও হাশমাতুল্লাহ শহীদি ৩৬৪ রানের জুটি গড়েন। আফগানিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি এটি। এর আগে আফগানিস্তানের সর্বোচ্চ রানের জুটি ছিল ৩০৭ রান। ২০২১ সালে চতুর্থ উইকেটে হাশমাতুল্লাহ শহীদি ও আসগার আফগান এই রান করেছিলেন।

Exit mobile version