সেঞ্চুরির দিনে কোহলির রেকর্ড – লড়াই করেও হার দক্ষিণ আফ্রিকার
টেস্ট সিরিজে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ধবল ধোলাইয়ের শিকার হয়েছে ভারত। তাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ছিল সবার মনোযোগ। সেই ম্যাচে বিরাট কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়েছে ভারত। রাঁচিতে হয়েছে হাই-স্কোরিং ম্যাচ। দারুণ লড়াই করে তবেই হেরেছে প্রোটিয়ারা। ৩ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
টস জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৫ রানের মধ্যেই যশস্বী জয়সওয়ালের উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলি দেখিয়েছেন তাদের অভিজ্ঞতার ক্যারিশমা। যেই অভিজ্ঞতার ঘাটতি ছিল টেস্ট সিরিজে। এবার রোহিত-কোহলি দ্বিতীয় উইকেটে ১০৯ বলে ১৩৬ রান যোগ করে।
প্রোটিয়া বোলারদের ওপর রোহিত-কোহলি যে শাসন চালিয়েছেন, তাতেই বড় সংগ্রহের ভিত পেয়েছে ভারত। রোহিত ৫১ বলে ৫ চার, ৩ ছয়ে ৫৭ রানে আউট হলে জুটি ভাঙে। ‘হিটম্যান’ খ্যাত এই ওপেনার ওয়ানডেতে এদিন ৩৫২ ছক্কা পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েছেন। এখন ওয়ানডেতে সর্বাধিক ছক্কা তার। ৩৫১ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি।
৫২তম সেঞ্চুরি
কোহলি ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র ১০২ বলে। আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনও এক ফরম্যাটে এখন সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড তার। শচীন টেন্ডুলকার টেস্টে ৫১ সেঞ্চুরি করে রেকর্ডটার মালিক ছিলেন। কোহলি ১২০ বলে ১১ চার, ৭ ছক্কায় ৪৩তম ওভারে সাজঘরে ফেরেন ১৩৫ রানে।
এরপরও ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রান করেছে। কারণ, লোকেশ রাহুল ৫৬ বলে ২ চার, ৩ ছয়ে ৬০ ও রবীন্দ্র জাদেজা ২০ বলে ২ চার, ১ ছয়ে ৩২ রান করেন। ২টি করে উইকেট নেন মার্কো ইয়ানসেন, নান্দ্রে বার্গার, করবিন বশ ও ওটনিল বার্টম্যান।
জবাব দিতে নেমে ১১ রানেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন শূন্য রানে আউট হন। তবে ম্যাথু ব্রিটজকের হাফ সেঞ্চুরি, টনি ডি জর্জির ৩৫ বলে ৭ চারে ৩৯ ও ডিওয়াল্ড ব্রেভিসের ২৮ বলে ২ চার, ৩ ছয়ে ৩৭ রান প্রোটিয়াদের কিছুটা বিপদ কাটিয়েছে।
এরপরও ১৩০ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে ষষ্ঠ উইকেটে ৬৯ বলে ৯৭ রানের দারুণ এক জুটি গড়েন ব্রিটজকে ও মার্কো ইয়ানসেন। ইয়ানসেন ৩৯ বলে ৮ চার, ৩ ছক্কায় ৭০ রানে আউট হওয়ার কিছু পরেই ব্রিটজকে ৮০ বলে ৮ চার, ১ ছয়ে ৭২ রানে সাজঘরে ফেরেন।
২২৮ রানে ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবু তারা জয়ের কাছাকাছি পৌঁছে করবিন বশের ৫১ বলে ৫ চার, ৪ ছক্কায় ৬৭ রানের সুবাদে। কিন্তু ৪৯.২ ওভারে গুটিয়ে যায় ৩৩২ রানে। কুলদীপ যাদব ৬৮ রানে ৪টি ও হর্ষিত রানা ৬৫ রানে ৩টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ইনিংস- ৩৪৯/৮; ৫০ ওভার (কোহলি ১৩৫, রাহুল ৬০, রোহিত ৫৭, জাদেজা ৩২; বার্টম্যান ২/৬০, বার্গার ২/৬৫, বশ ২/৬৬, ইয়ানসেন ২/৭৬)।
দক্ষিণ আফ্রিকা ইনিংস- ৩৩২/১০; ৪৯.২ ওভার (ব্রিটজকে ৭২, ইয়ানসেন ৭০, বশ ৬৭, ডি জর্জি ৩৯, ব্রেভিস ৩৭; কুলদীপ ৪/৬৮, হর্ষিত ৩/৬৫, অর্শদীপ ২/৬৪)।
ফল: ভারত ১৭ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি (ভারত)
