রেকর্ড গড়ে জয় আনলেন তিলক ভার্মা

জয় নিশ্চিত করার পর তিলক ভার্মা

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ভারত। ২ উইকেটের জয়। প্রায় নিশ্চিত হারের ম্যাচে অসাধারণ ব্যাটিং শৈলী দেখিয়ে দলকে জয় এনে দেওয়ার নায়ক তিলক ভার্মা। ইংল্যান্ডের মুখে গ্রাস শুধু কেড়ে নেননি, গড়েছেন বিশ্ব রেকর্ডও।

তিলক ভার্মার বীরত্বে পাঁচ ম্যাচ সিরিজে এটা ছিল ভারতের টানা দ্বিতীয় জয়। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে ইংল্যান্ড ৯ উইকেটে ১৬৫ রান করে। জবাবে ভারত ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। এর ফলে দ্বিতীয় ম্যাচ শেষে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

বিশ্বরেকর্ড গড়া ম্যাচে তিলক ভার্মা ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। অপর প্রান্তে যখন সতীর্থদের আসা যাওয়ার মিছিল তখন তিলক এমন ব্যাটিং করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটানা অপরাজিত রান তোলায় বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত একবারো আউট না হয়ে টানা ৩১৮ রান করেছেন ভারতের এই ব্যাটার। টি-টোয়েন্টির আগের তিন ইনিংসে তিনি ছিলেন অপরাজিত। করেছিলেন ১৯, ১২০ ও ১০৭*। শনিবার আরো একটা অপরাজিত ইনিংস খেলে আগের সব রেকর্ড ম্লান করে দেন তিনি।

এর আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের দখলে। তিনি ২৭১ রান করেছিলেন। এরপর রয়েছেন শ্রেয়াস আইয়ার (২৪০), অ্যারন ফিঞ্চ (২৪০) ও ডেভিড ওয়ার্নার (২৩৯)।

তিলক ভার্মার এমন ইনিংসের আগে জয়ের পথে ছিল ইংল্যান্ড। ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১২৬ রান। তিলকের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ওয়াশিংটন সুন্দর। ১৯ বলে ২৬ রান করেছিলেন তিনি।

Exit mobile version