ঋতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে অভিজ্ঞ মাহেন্দ্র সিং ধোনীর কাঁধে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়লো। কিন্তু নেতৃত্ব ফিরে পাওয়ার দিনে লজ্জায় ডুবলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। চেন্নাইকে পাঁচবার শিরোপা জেতানো ধোনী এবার দলের সবচেয়ে বড় হারের লজ্জায় ডুবলেন।
আইপিএলে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে চেন্নাই। ১০.১ ওভারে আজিঙ্কা রাহানের দল জয় তুলে নেয়। বলের হিসেবে চেন্নাইয়ের এটা বড় হার। চেন্নাই প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে করেছিল ১০৩ রান। জবাবে দুই ওপেনারকে হারিয়ে কলকাতা জয় তুলে নেয়।
এ নিয়ে টানা পাঁচ ম্যাচে হারলো চেন্নাই। আইপিএলে চেন্নাইয়ের এমন নজরি এই প্রথম। ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারের নজির গড়েছে দলটি। কলকাতা ছয় ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের তালিকার তিন নম্বরে উঠে এসেছে।
কলকাতা ১০৪ রানে জয়ের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেছেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও সুনীল নারিন। মাত্র ৪.১ ওভারে ৪৬ রান জড়ো করেন তারা। ১৬ বলে ডি কক ২৩ রান করেন তিন ওভার বাউন্ডারিতে। আর নারিন ১৮ বলে করেন ৪৪ রান। পাঁচটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। দুটো বাউন্ডারিও ছিল। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।