রেমালের প্রভাবে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল স্থগিত

সারা দেশে রেমালের প্রভাবে বাতিল করা হয়েছে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল। বৈরী আবহাওয়ার কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় পিরোজপুরের সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও ঢাকার কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের ফাইনাল ম্যাচটি বাতিল করেছে বিসিবি।

তবে বিশেষ পরিস্থিতি এবং ক্ষুদে ক্রিকেটারদের খেলার সুযোগের বিষয়টি বিবেচনায় রেখে বিসিবির বয়সভিত্তিক টূর্ণামেন্ট কমিটি ফাইনাল ম্যাচটি
আগামী ২৯শে মে ২০২৪ ইং শেরে বাংলা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরুর কথা ছিল সকাল ৯টায়। এবার সারাদেশের স্কুলগুলোর মধ্যে থেকে ফাইনালে উঠেছে পিরোজপুরের সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও ঢাকার কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ।

ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। সেমি-ফাইনালে ২০১৯ সালের চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুলকে হারিয়ে ফাইনালে উঠেছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল। আর এক সেমিফাইনালে গতবারের রানার্সআপ গণি মডেল উচ্চ বিদ্যালয়কে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

Exit mobile version