বিশ্বকাপে আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচের আগে স্বস্তিতে নেই টাইগাররা। এমনিতে দলের ব্যাটিংটা ভালো হচ্ছে না তার মধ্যে সাকিব আল হাসানের অবস্থা বাংলাদেশকে বড় দুঃশ্চিন্তার মাঝে ঠেলে দিয়েছে।
গত ১৩ অক্টোবার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় উরুতে চোট পান সাকিব আল হাসান। পরবর্তীতে দেশ সেরা অলরাউন্ডারকে বোলিং ও ফিল্ডিংয়ে দেখা গেলেও ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে তাকে মাঠে দেখা যায়নি। মূলত সে সময় তিনি পায়ের অবস্থা বুঝতে হাসপাতালে গিয়েছিলেন। তবে এখনো ইনজুরি থেকে পুরোপুরি সুস্থতা ফিরে পাননি সাকিব। দ্বিতীয়বারে মতো তাকে আবার হাসপাতালে যেতে হয়েছে। পায়ের অবস্থা জানতে স্ক্যান করাতে হয়েছে।
এদিকে ইনজুরির মধ্যে র্যাঙ্কিং একটা দুঃসংবাদ নিয়ে এসেছে সাকিবের জন্য। সর্বশেষ র্যাঙ্কিংয়ে একধাপ অবনমন হয়েছে তার। ৪২-এ নেমে গেছেন তিনি, তার রেটিং পয়েন্ট ৫৮১। ৮৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। ভারতের শুভমান গিল রয়েছেন দ্বিতীয় স্থানে। আর তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কুইনটন ডি কক।