ক্রিকেটের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। চার ওভার বল করে ২৪ বলের সবগুলোই দিলেন ডট। অর্থাৎ তার ওভারে কোন রান নিতে ব্যর্থ হলো পাপুয়া নিউগিনির ব্যাটাররা। উল্টো তিনটি উইকেট তুলে নিলেন লকি। এর পরও ১৯ ওভার চার বলে অলআউট হওয়ার আগে ৭৮ রানের সংগ্রহ পেলো পাপুয়া নিউগিনি।
চার ওভারের সবগুলো বল ডট দেয়ার ঘটনা এর আগেও হয়েছে। ২০২১ সালে পানামার বিপক্ষে কানাডার সাদ বিন জাফর একই কীর্তি গড়েছিলেন। পাশাপাশি দুই উইকেটও পেয়েছিলেন তিনি। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এমন বোলিং রেকর্ড আর নেই।
এর আগে চার ওভারে সর্বোচ্চ দুই ওভার মেডেন দেয়ার ঘটনা আছে তিনজন বোলারের। এর মধ্যে বাংলাদেশের তানজিম হাসান সাকিব নেপালের বিপক্ষে দুই ওভার মেডেনসহ ৭ রানে নিয়েছেন চার উইকেট। ২০১২ সালের বিশ্বকাপে ভারতের হরভজন সিং ইংল্যান্ডের বিপক্ষে এবং ক্যারম বোলারখ্যাত শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি মেডেন ওভার দিয়েছিলেন।
ফার্গুসনের পেস তোপে পুড়েছেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা, চার্লস আমিনি ও চাদ সোপার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















