স্বপ্নের মতো বিশ্বকাপ কাটানো আফগানিস্তান ও নেদারল্যান্ডস নিজেদের ৭ম ম্যাচে আজ লক্ষ্ণৌতে মুখোমুখি। একানা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ডাচরা।
দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশকে হারানো নেদারল্যান্ডসের জন্য আফগানিস্তান পরীক্ষা বড় হওয়ার কথা নয়। ম্যাচে জয় পেলেও তাদের জন্য সেমিফাইনালে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা তাদের পরের দুই প্রতিপক্ষ যথাক্রমে ইংল্যান্ড ও ভারত।
আর ছয় ম্যাচে তিন জয় নিয়ে দারুণ অবস্থায় আফগানিস্তান। আজ জয় পেলে সেমিফাইনালে তাদের খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। সাত ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়াবে আট পয়েন্ট। দলটার পরের দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
শুরুতে হোচট খেলেও অস্ট্রেলিয়া পরের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। কিন্তু গলফ খেলতে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ইনজুড়িতে পড়েছেন আর মিচেল মার্শ পারিবারিক সমস্যায় হঠাৎ করেই অস্ট্রেলিয়া চলে গেছেন। দলের সাথে তার যোগ দেয়ার বিষয়ে কেউই স্পষ্ট করে কিছু বলেন নি।
আর দক্ষিণ আফ্রিকা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছিলো। কিন্তু অন্য সব ম্যাচেই তাদের সামনে প্রতিপক্ষ দলগুলো উড়ে গেছে। রেকর্ডের পর রেকর্ড করছেন প্রোটিয়া ব্যাটাররা। বোলাররাও আছেন দারুণ ফর্মে। সম্ভাব্য ফাইনাল হিসেবে ভারতের সাথে তাদের নামও আলোচনায়। ফলে তাদের বিপক্ষে আফগানিস্তানের জয়টা স্বাভাবিকভাবেই প্রত্যাশিত নয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















