বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে নিজেদের ষষ্ঠ ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। টস জিতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান।
শ্রীলঙ্কা একাদশঃ
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।
আফগানিস্তান একাদশঃ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাঈ, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী।
