লজ্জাজনক হোয়াইটওয়াশে পিসিবিকে তুলোধুনো করছেন সাবেকরা

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দেশটির সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ। সিরিজ হারের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন আরেক সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ব্যর্থতার জন্য পিসিবির কড়া সমালোচনাও করেন তারা। আর সিরিজ হারের মুহুর্তটিকে পাকিস্তান ক্রিকেটের কালো দিন হিসেবে অভিহিত করেছেন বাসেত আলী।

সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বলেন, ‘অতীতে বড় দলগুলোকে হারানোর জন্য হোম সিরিজ সবসময়ই আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচিত হতো। কিন্তু এটা করতে হলে তো ব্যাটসম্যানদের রান পেতে হবে।’

আরেক সাবেক অধিনায়ক মিয়াঁদাদ পিটিআইকে বলেছেন, ‘এটা কষ্টের যে, আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তাদের গোছানো পারফরম্যান্সের জন্য। কিন্তু এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে, তা খুব বাজে লক্ষ্মণ। আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না, কারণ গত দেড় বছরে বোর্ডে যা কিছু হয়েছে এবং অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে।’

সাবেক কিংবদন্তি ব্যাটার ইউনিস খান বলেন, ‘একটি দল যখন হেরে যাওয়ার চক্রে প্রবেশ করে তখন সেখান থেকে ফিরে আসা মানসিকভাবে কঠিন হয়ে পড়ে। আমাদের ব্যাটাররা অতীতে রান পেয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি বর্তমান সংকট কাটিয়ে উঠতে তাদেরকে মানসিকভাবে দৃঢ় এবং একটি স্বচ্ছ চিন্তা ভাবনায় থাকতে হবে।’

Exit mobile version