মিরপুর টেস্টে শুক্রবার তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে বেশ সতর্ক আয়ারল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২১১ রান। প্রথম সেশনে তারা দুই উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে।
বাংলাদেশ এখনও এগিয়ে আছে ২৬৫ রানে। ৫৬ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন টাকার, ২৪ রানে অপরাজিত নিল।
এদিন ভূমিকম্পের পর তাইজুলের জোড়া আঘাত। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের কারণে খেলা প্রায় তিন মিনিট বন্ধ ছিল। খেলা এরপর পুনরায় শুরুর পর তিন বলের মধ্যে দুই উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। ৫৯তম ওভারে প্রথম তিন বলের মধ্যে তিনি ফেরান স্টিফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে। প্রথম বলে দুর্দান্তভাবে বোল্ড করেন ডোয়েনিকে (৪৬)। তৃতীয় বলেও বোল্ড হন ম্যাকব্রাইন।
এর আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন ৫ উইকেটে ৯৮ রান তোলে সফরকারীরা।
মিরপরে শততম টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাসের খাতায় নাম লেখান মুশফিক। দেশের হয়ে শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে কিংবদন্তিদের কাতালে মুশফিক। সমান ১৩টি সেঞ্চুরি আছে মুমিনুল হকের। দ্বিতীয় দিন শেষে মুশফিক ৯৯ রান নিয়ে অপরাজিত ছিলেন।
সকালে ১ রান নিয়ে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন। তবে ইনিংসের ৯৯তম ওভারে বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলটি অতিরিক্ত বাউন্সের সঙ্গে টার্নও করে। সেটি আর সামলাতে পারেননি মুশফিক। ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডার বলবার্নির হাতে। এক হাতে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি। মুশফিক আউট হয়েছেন ১০৬ রান করে। ১৯৫ বলে ৫ বাউন্ডারিতে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মুশফিকের পর সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস। ১৫৮ বলে ৭ বাউন্ডারি ও দুই ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। টেস্ট ক্যারিয়ারে এটি লিটনের পঞ্চম সেঞ্চুরি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















