লিটনের সর্বাধিক ছক্কার রেকর্ড

এশিয়া কাপ

চলমান এশিয়া কাপে দারুণ সূচনা করেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। প্রথম ম্যাচে হংকংকে হারানোর পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৫৯ রানের ইনিংস খেলেছেন। ঝলমলে এই ইনিংসটি খেলার পথে তিনি বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বর্তমানে টি-টেয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডটি নিজের করেছেন।

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে প্রথম ব্যাট করে হংকং ১৪৩ রান করেছিল। জবাবে স্বস্তির জয় তুলে নেয় বাংলাদেশ। জয়ে নেতৃত্ব দেন অধিনায়ক লিটন নিজে। ৩৯ বলে ৫৯ রান করেন। এই রান করতে আধা ডজন বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন। এর মধ্যে দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে যৌথভাবে থাকা সর্বাধিক ৭৭ ছয়ের রেকর্ড টপকে যান তিনি। ১১১তম ম্যাচ খেলতে নেমে ৭৮টি ওভার বাউন্ডারি মেরেছেন লিটন।

টাইগারদের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন লিটন। এদিক থেকেও তিনি মাহমুদউল্লাহ টপকেছেন। তার ওপরে এখন শুধু সাকিব আল হাসান। হয়তো এই এশিয়া কাপেই সাকিবকে পেছনে ফেলে তিনি শীর্ষে উঠে আসবেন লিটন। সাকিব ২৫৫১ রান নিয়ে সবার উপরে। আর লিটনের রান ২৪৯৬। ফলে ৫৬ রান হলেই তিনি সবার উপরে উঠে আসবেন। মাহমুদউল্লাহ রিয়াদ ২৪৪৪ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে।

টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপেও সর্বোচ্চ রান করার দিক থেকেও লিটন এখন দ্বিতীয় স্থানে। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রান করা সাব্বির রহমান রয়েছেন শীর্ষে।

Exit mobile version