ক্যারিয়ারে বহুবার উত্থান-পতন দেখেছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। যার মধ্যে ২০২৩ সালটা ছিলো পুরোটাই পতনের। তিন ফরম্যাটেই রান খড়ায় ভুগেছেন লিটন। ভারতে বিশ্বকাপেও দেশের মানুষকে হতাশ করেছেন লিটন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ ম্যাচ ছাড়া বাকিগুলোতে ছিলেন ফ্লপ।
তবে পাকিস্তান সিরিজে দেখা গেছে সেই চিরচেনা লিটনকে। প্রত্যাশারুপ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। মাত্র দুই ইনিংসে ব্যাটিং পেয়েছেন। দুটিতেই করেছেন বাজিমাত। প্রথম টেস্টে ৫৬ আর দ্বিতীয়টিতে ১৩৮।
খারাপ সময়টা কীভাবে কাটিয়েছেন লিটন? আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন লিটন নিজেই। এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঠিক উত্তর দেবো নাকি ভুল!’ (হাসি)
তারপর তিনি বলতে থাকেন, ‘সঠিক উত্তর হচ্ছে, আমি ঐসব নিয়ে ভাবিইনি। চিন্তাও করিনি। আমি সবসময় নিজের পারফরম্যানসের উন্নতি ঘটানো নিয়ে চিন্তা করেছি।’
ঐ সংবাদকর্মী আবার জানতে চান ভুল উত্তরটা কি তাহলে? জবাবে লিটন বলেন, ‘আমি সারাদিন রুমে বসে কান্না করতাম।’
তারপর লিটন যোগ করেন, ‘এটা বিষয় না। সবার ক্যারিয়ারেই আপস-অ্যান্ড ডাউন থাকে।’