বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টেই হয়েছিলো নতুন রেকর্ড। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে সপ্তম উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৯৬ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এই জুটির হাত ধরেই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পায় বাংলাদেশ।
সেই রেকর্ডটিও ভেঙে গেলো আজ। মাত্র ২৬ রানের মাথায় দল যখন ৬ উইকেট হারিয়ে ফলোঅনে পড়ার শঙ্কায়, তখন সেই মিরাজই এলেন ত্রানকর্তা হয়ে। রাওয়ালপিণ্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।
টেস্ট ক্রিকেটে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এটি। মিরাজ ৭৭ রান করে ফিরলেও সেঞ্চুরির পথে এগোচ্ছেন লিটন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















