আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পেলো কানাডা। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর মিডল অর্ডারে নিকোলাস কির্টনের ইনিংস সর্বোচ্চ ৪৯ ও উইকেটরক্ষক-ব্যটার শ্রেয়াস মোভার ৩৭ রানের সুবাদে এই সংগ্রহ পায় কানাডা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা কানাডা এক পর্যায়ে দলীয় ৫৩ রানের মধ্যে চার উইকেট হারায়। দলের বিপর্যয়ের মুখে ৫ম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন কার্টন ও শ্রেয়াস মোভা জুটি।
এদিন আয়ারল্যান্ডের ছয়জন বোলার হাত ঘুরিয়েছেন। ক্রেইগ ইয়াং ও ব্যারি ম্যাককার্থি দুটি করে উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন মার্ক রিচার্ড অ্যাডায়ার ও গ্যারেথ ডিলানি।
হৈচৈ ফেলে দেয়া ‘এ-গ্রুপে’ খেলছে আয়ারল্যান্ড ও কানাডা। গ্রুপের অন্য তিন দল যথাক্রমে স্বাগতিক যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















