শততম টেস্টে মুশফিকের দুর্দান্ত ফিফটি
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে ফিফটি তুলে নিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। বুধবার মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে ভালো শুরুর পর অবশ্য হাঠাৎ ছন্দপতন।
লাঞ্চের আগে বিদায় নেন তিন ব্যাটার। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হক দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন। নিজের ঐতিহাসিক টেস্ট খেলতে নেমে ১০৯ বলে দুই বাউন্ডারিতে ফিফটি তুলে নেন। টেস্টে এটি তার ২৮তম ফিফটি। এর আগে টেস্ট ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে নেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। ২৩ রানে জীবন পাওয়া মুমিনুল ব্যক্তিগত ৪৯ রানেও একবার জীবন পান।

তবে ফিফটির পর নিজের ইনিংস বড় করতে পারেনি। ১২৮ বলে ১ বাউন্ডারিতে ৬৩ রান করে বিদায় নেন মুমিনুল। তবে মুশফিকুর রহিম ৫৭ রান নিয়ে অপরাজিত আছেন।
এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই ম্যাচটি অভিজ্ঞ মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট। লাঞ্চের আগে ফিরেছেন সাদমান ইসলাম ৩৫,মাহমুদুল হাসান জয় ৩৪ ও শান্ত ৮ রানে।
ঐতিহাসিক এই টেস্টে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। মিরপুর টেস্টে বাদ পড়েছেন দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের। তাদের জায়গায় এসেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। গত জুনে দেশের হয়ে সবশেষ টেস্ট খেলেন গতিময় পেসার ইবাদত। আরেক পেসার সবশেষ টেস্ট খেলেন গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে। আয়ারল্যান্ডের হয়ে অভিষেক ডোহেনি-হোয়ের। বাদ পড়েছেন ব্যারি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়াং।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড টেস্ট দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, চ্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লর্কান টাকার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















