শততম টেস্টে যাদের কৃতজ্ঞতা দিলেন মুশফিক

শততম টেস্টে যাদের কৃতজ্ঞতা দিলেন মুশফিক

শততম টেস্টে পরিবারের সঙ্গে মুশফিক

শততম টেস্টে কৃতজ্ঞতা জানালেন মুশফিক

শততম টেস্টে যাদের কৃতজ্ঞতা দিলেন মুশফিক । বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। বুধবার মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলতে মাঠে নামার আগে।

মুশফিকের শততম টেস্টে বিশেষ ক্রেস্ট উপহার দিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যাঁরা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য এক শ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।

মুশফিকের শততম টেস্টে বিসিবির সভাপতিসহ টিম ম্যানেজমেন্ট ও জাতীয় দলের সাথে ফটোসেশন

২০ বছরের টেস্ট ক্যারিয়ারে আগে ৯৯টি টেস্ট খেলে ৬ হাজার তিনশত ৫১ রান করেন মুশফিকুর রহিম। টেস্টে ৩৮.২ গড়ে রান করেন ১২টি সেঞ্চুরি করেনছেন তিনি। এছাড়া ফিফটি আছেন ২৭টি। ডাবল সেঞ্চুরির ইতিহাস আছে একটি। সর্বোচ্চ রানের ইনিংস ২১৯ অপরাজিত।

Exit mobile version