আজ নিজেদের শততম টেস্ট খেলতে নেমেছেন অশ্বিন ও বেয়ারস্টো। ধর্মশালায় ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম টেস্টে মুখোমুখি হয়েছেন এই দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার। অন্যদিকে আগামীকাল ভোরে নিজেদের শততম টেস্ট খেলতে মাঠে নামবেন উইলিয়ামসন ও সাউদি। ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামার কথা তাঁদের।
ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো গত পরশুই জানিয়ে রেখেছিলেন, যেকোনো সময় আবেগ সামলাতে না পেরে ভিজে যেতে পারে তাঁর চোখ।
রবিচন্দ্রন অশ্বিন নিজের স্মৃতির ঝাঁপি খুলে দিয়েছেন। নিজের পুরো টেস্ট ক্যারিয়ারটাই চোখের সামনে ভেসে উঠছে ভারতীয় এই অফ স্পিনারের। তাঁকে উদ্দেশ্য করে তাঁর স্ত্রী প্রীতি আবেগঘন এক খোলা চিঠিও লিখে ফেলেছেন।
অন্যদিকে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনও নিজের স্মৃতির ডানা মেলে তুলেছেন। টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাটিং করতে নামার সময় কি করেছিলেন সেই স্মৃতি শেয়ার করেছেন কিউই সাবেক অধিনায়ক।
ব্যাপারটা খুবই স্বাভাবিক। সাউদি, উইলিয়ামসন, বেয়ারস্টো, অশ্বিন আগামী কয়েকদিন আবেগময় না হলে ব্যাপারটা অবাক করার মতো হতো।
একটি ম্যাচ দুইজনের শততম টেস্ট, এর আগে দুটি এমন উদাহরণ ছিলো। ২০০০ সালে ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের ম্যাচে শততম টেস্ট খেলতে নেমেছিলেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট ও মাইকেল আথারটন।
২০১৩ সালে শততম টেস্ট খেলতে পার্থে মুখোমুখি হয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।