ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাই হোপ সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে ব্যাট করছেন। গতকাল বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি গড়েছেন এক নজিরবিহীন রেকর্ড। আইসিসির পূর্ণ সদস্য সব দেশের বিপক্ষে সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন হোপ। যদিও তার এই ঐতিহাসিক অর্জন শেষ পর্যন্ত আড়াল হয়ে গেছে ক্যারিবীয়দের পরাজয়ে।
নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হোপ ৬৯ বল খেলেই ১৩ চার এবং ৪ ছক্কায় ১০৯ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। কিন্তু তার ব্যাটে দল ২৪৭ রানের বেশি তুলতে পারেনি, কারণ তিনি ছাড়া অন্য কোনো উইন্ডিজ ব্যাটার বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। জবাবে ডেভন কনওয়ের ৯০ রানের ওপর ভর করে নিউজিল্যান্ড ৫ উইকেটে জয় নিশ্চিত করে এবং এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয়।
হোপের রেকর্ডকে আরও বিশেষ করে তুলেছে এ সত্য যে, বিশ্বের আর কোনো ব্যাটারের নেই এমন কীর্তি। টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে আইসিসির সব পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেঞ্চুরি আছে শুধু এই ক্যারিবীয় তারকার। তার সেঞ্চুরির তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি করেছেন তিনি। আর ওয়ানডেতে বাকি দলগুলোর সঙ্গে পূর্ণ করেছেন ম্যাজিক ফিগার। এ ছাড়াও চলতি বছর প্রথমবার তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















