শান্তময় তৃতীয় দিনে ২০৫ রানের লিড বাংলাদেশের

সিলেট টেস্টে অধিনায়ক হিসেবে অভিষিক্ত নাজমুল হাসান শান্তর অপরাজিত সেঞ্চুরিতে তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনশেষে সাত উইকেট হাতে রেখে ২১২ রান জমা করেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড এখন ২০৫ রানের।

দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নেয়ার পর মাঠে নেমে বিনা উইকেটে লাঞ্চ বিরতিতে যায় শান্তর নেতৃত্বাধীন দল। ফিরে এসেই সাজঘরে ফেরেন ওপেনার হিসেবে সুযোগ পাওয়া জাকির হাসান। তাঁর বিদায়ে মাঠে এসে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নাজমুল হাসান শান্ত। উইকেটে থাকা আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় অবশ্য খুব বেশি সময় ধরে তাঁকে সঙ্গ দিতে পারেননি। আট রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

প্রথম ইনিংসে দুর্দান্ত এক শুরুর পরেও নিজের ইনিংসটাকে দীর্ঘায়িত করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষিক্ত হওয়া নাজমুল হোসেন শান্ত। পুল করতে গিয়ে বাজে এক শটে তাঁর ইনিংস থামে ব্যক্তিগত ৩৭ রানে। তবে বড় ইনিংসের আক্ষেপ দ্বিতীয় ইনিংসে এসে ঘোচালেন শান্ত। ১৯২ বলে তিন অঙ্কের জাদুকরী সংখ্যায় পৌছে ইতিহাস গড়লেন বাংলাদেশী অধিনায়ক হিসেবে। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে সেঞ্চুরির রেকর্ডটা এককভাবে নিজের করে নিলেন শান্ত। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম।

জাকির ও জয়ের বিদায়ের পর তৃতীয় উইকেটে মুমিনুল হকের সাথে ৯০ রানের এক অনবদ্য জুটি গড়েন শান্ত। ভূল বোঝাবুঝিতে রান আউটের শিকার মুমিনুলের ইনিংস থামে ব্যক্তিগত ৪০ রানে। এর আগেই অবশ্য অর্ধশতকের দেখা পেয়েছিলেন নাজমুল।

আগামীকাল সিলেট টেস্টের চতুর্থ দিনে ২০৫ রানের লিড নিয়ে সাত উইকেট সাথে রেখে মাঠে নামবে বাংলাদেশ।

Exit mobile version