ঢাকা প্রিমিয়ার লিগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে আবাহনী লিঃ। মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে লিজেন্ডস অফ রূপগঞ্জকে ৪ উইকেটে হারায় তারা। দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অফ রূপগঞ্জ ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান তোলে। দলের পক্ষে ওপেনার তানজিদ হাসান তামিম ২৪, সাইফ হাসান ৬৭,সৌম্য ৫৮ রান করে বিদায় নেন। তবে জাকের আলী ৩৫ ও মেহেদী হাসান ২৮ রান করে অপরাজিত থাকেন। বল হাতে আবাহনীর পক্ষে নাহিদ রানা ও মোসাদ্দেক দুটি করে উইকেট নেন।
জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৪৮.৪ ওভারে ৬ উইকেটে ২৯৩ রান তোলে আবাহনী। দলের পক্ষে শান্ত ১০৮ বলে ১২ বাউন্ডারি ও দুই ছক্কায় ১০১ রান করে বিদায় নেন। এছাড়া জিসান আলম ৪৩, মিঠুন ৩৪ ও মেহরাব হোসেন ১৮ রান করে বিদায় নেন। তবে মুমিনুল হক ৩৫ ও মাহফুজুর রাব্বি ৩১ রান করে অপরাজিত থাকেন।