শান্ত-মিরাজের ব্যাটে স্বল্প পুঁজি বাংলাদেশের

ভারতের বিপক্ষে টেস্টে ব্যর্থতার পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শান্ত-মিরাজের ব্যাটে স্বল্প পুঁজি পায় বাংলাদেশ। ১৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা।

এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের সাথে জুটি গড়েন লিটন দাস। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হতাশ করেন লিটন। প্রথম ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। বড় শটের চেষ্টায় মাত্র ৪ রানে বিদায় নেন লিটন।

আর্শদিপের অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারি বড় শটের চেষ্টায় বল হাওয়ায় ভাসিয়ে দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। উইকেটের কাছ থেকেই ক্যাচ নেন রিঙ্কু সিং। তিনে নামেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে ১ উইকেটে আসে ৬ রান। লিটন কুমার দাসের পর আউট পারভেজ হোসেন।

আগের ওভারে হার্দিক পান্ডিয়ার বলে দুর্দান্ত ফ্লিক শটে ছক্কা মেরে ভালো কিছুর আভাস দেন পারভেজ। কিন্তু পরের ওভারে আর্শদিপের বলে আউট। ৯ বলে ৮ রান করেন এই ওপেনার। ২.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫ রান। তবে পঞ্চম ওভারে ভারুন চক্রবর্তীর বলে দুই চারের সঙ্গে এক ছক্কায় আসা ১৫ রানে কিছুটা বাড়ে রানের গতি। তবে রান করার মতো বল পেলেও ছয় বলের সবকটিই ডট খেলেন তাওহিদ হৃদয়।

ভারুন চক্রবর্তীর বলে ছক্কা মারার চেষ্টায় ১২ রান করে লং অনে ধরা পড়লেন তাওহিদ হৃদয়। মাত্র ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ। কিন্তু এরপর দলের বিপদ আরও বাড়িয়ে ছক্কার চেষ্টায় উইকেট বিলিয়ে এলেন মাহমুদউল্লাহ।

মায়াঙ্ক ইয়াদাভের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি বড় শটের চেষ্টায় ডিপ পয়েন্টে ওয়াশিংটন সুন্দারের হাতে ক্যাচ দিলেন ২ বলে ১ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যান। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট ৪৫ রান। নতুন ব্যাটসম্যান জাকের আলি। ১৪ বলে ১৮ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ব্যর্থতায় ধুঁকে ধুঁকে নবম ওভারে পঞ্চাশ পূর্ণ করে বাংলাদেশ। পঞ্চাশ হওয়ার পর নিতিশ কুমার রেড্ডির বল ছক্কায় ওড়ালেন জাকের আলি। প্রথম ওভারে ১৫ রান খরচের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ভারুন চক্রবর্তী।

পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন ভারতের রহস্য স্পিনার। ভারুনের অফ স্টাম্পে পিচ করে নিখুঁত টার্ন করা ডেলিভারি বুঝতেই পারেননি জাকের আলি। ভুল লাইনে খেলে বোল্ড হন তিনি। ১ ছক্কায় ৬ বলে ৮ রান করেন জাকের। ৯.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫৭ রান। নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। তখন ১৯ বলে ২৩ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। নিয়মিত বিরতিতে উইকেট হারানো চলমান বাংলাদেশের।

দ্বাদশ ওভারে ড্রেসিং রুমের পথ ধরলেন নাজমুল হোসেন শান্ত। ওয়াশিংটন সুন্দারের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন ১টি করে চার-ছক্কায় ২৫ বলে ২৭ রান করা বাংলাদেশ অধিনায়ক। নতুন ব্যাটসম্যান রিশাদ হোসেন। তবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পর বিদায় নেন রিশাদ। ৫ বলে এক বাউন্ডারি ও ১ ছক্কায় ১১ রান করে বিদায় নেন।

এরপর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে ব্যাটিংয়ে নেমে দারুণ করেন পেসার তাসকিন। কিন্তু ১৭তম ওভারে ১৩ বলে ১২ রান করে নিজের ভুলে রান আউটের শিকার হন এই পেসার। মিরাজ তখন ২৯ রানে অপরাজিত। কিন্তু এরপর শরিফুল হতাশ করে শুন্য রানে বিদায় নেন। শেষ ব্যাটার হিসেবে মোস্তাফিজ ১ রান করে বিদায় নেন। তবে ৩২ বলে একটি করে চারও ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন। আরশদীপ সিং ও বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নেন।

Exit mobile version