শান্ত-মুশফিকের ব্যাটে ১ম ম্যাচে সহজ জয় বাংলাদেশের

ওয়ানডে সিরিজ

দলীয় ২৩ রানে দুই ওপেনার লিটন-সৌম্য ও টু-ডাউনে খেলতে নামা তৌহিদ হৃদয়ের আউটের পর শান্তর সাথে মাহমুদুল্লাহ রিয়াদের প্রাথমিক বিপর্যয় সামলে ৬৯ রানের জুটি, পরে মুশফিকুর রহিমের সাথে অধিনায়ক শান্তর জমাট ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে সহজ জয় পেলো বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো টাইগাররা। ২৫৬ রানের টার্গেট ছয় উইকেট ও ৩২ বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ১২২ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম অপরাজিত ৭৩ রানে করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।

পরিসংখ্যানে বাংলাদেশের জয়টা দেখতে সহজ মনে হলেও শুরুতে পরিস্থিতি মোটেও সেরকম ছিলো না। ইনিংসের প্রথম বলেই দিলশান মাদুশঙ্কার বলে গোল্ডেন ডাকের শিকার হন লিটন কুমার দাস। একই বোলারের দ্বিতীয় ওভারেই ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার।

দলীয় ১৪ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের বিপদটা আরও বাড়ান হৃদয়। প্রমোদ মাদুশানের বলে মাত্র তিন রান করেই আউট হন হৃদয়। রীতিমতো ধুকতে থাকা দলকে ভরসা এনে দেন শান্ত-মাহমুদুল্লাহ রিয়াদ জুটি। চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দলীয় ৯২ রানে লাহিরু কুমারার বলে আউট হন ৩৭ রান করা মাহমুদুল্লাহ।

পরের গল্পটা কেবলই শান্ত ও মুশফিকুর রহিমের। প্রতিপক্ষ বোলারদের হতাশা উপহার দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন শান্ত। আর মুশফিকের ব্যাটে আসে ৪৮তম হাফ সেঞ্চুরি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারী শ্রীলঙ্কা। দারুণ শুরু এনে দিলেন দুই ওপেনার। তবে এরপর পেসারদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৪৮.৫ ওভারে ২৫৫ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৫৬ রান। এখন ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাটিং করলেই জয় সম্ভব।

এ দিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই আক্রমাত্মক হয়ে উঠে লঙ্কানরা। এরপরই বাংলাদেশকে ম্যাচে ফেরালেন পেসার তানজিম হাসান সাকিব। একাই টানা তিন উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। এরপর তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম বল হাতে জ্বলে উঠেন। তবে দলের বিপদে কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাংগের হাফ সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পেয়েছে লঙ্কানরা।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন জানিত লিয়ানাগে। এছাড়া কুশাল মেন্ডিস ৫৯, পাথুম নিশাঙ্কা ৩৬, আভিঙ্কা ফার্নান্দো ৩৩ রান করে বিদায় নেন। বল হাতে বাংলাদেশের পক্ষে তিন পেসার তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম তিনটি করে উইকেটে নেন। এছাড়া স্পিনার মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।

Exit mobile version