ঢাকা প্রিমিয়ার লিগে ষষ্ঠ রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মঙ্গলবার মিরপুরে শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ধানমণ্ডি স্পোর্টিস ক্লাবকে ৫৫ রানে হারায় তারা।
এদিন মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৮ রান তোলে। দলের পক্ষে ওপেনার নাইম শেখ ৩৭, সাব্বির হোসেন ৫০,জাকের আলী ৬৪ রান করে বিদায় নেন। তবে ইরফান শুকুর ৫৬ও শামিম হোসেন ৬২ রান করে অপরাজিত থাকেন। বল হাতে ধানমণ্ডির পক্ষে মঈন খান ১০ ওভারে ৪৬ রান দিয়ে একাই নেন তিনটি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে ২৫৩ রানে গুটিয়ে যায় ধানমণ্ডি স্পোর্টিস ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন ফজলে মাহমুদ। এছাড়া ইয়াসির আলী ৪৬ ও সানজামুল ইসলাম ৩৭ রান করেন। বল হাতে প্রাইম ব্যাংকের পক্ষে হাসান মাহমুদ ১০ ওভারে ৩৮ রান নিয়ে তিনটি ও আরাফাত সানী ১০ ওভারে ৪৫ রান দিয়ে নেন তিনটি উইকেট।