সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপের সুপার ফোর থেকে ছিটকে পড়ায় ড্রেসিং রুমে শাহিন শাহ আফ্রিদির সাথে বাগবিতণ্ডায় জড়ান পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যায়। মঙ্গলবার লাহোরে এক প্রেস কনফারেন্সে এই ইস্যুতে মুখ খুলেছেন বাবর। তিনি বলেন, ম্যাচের ফলাফল যাই হোক না কেন দলের সব সদস্যেরই একে অন্যকে সম্মান করা উচিত।
বাবর বলেন, ‘সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। আমরা এশিয়া কাপের সুপার ফোর থেকে বাদ পড়ার পর স্বাভাবিকভাবে একটি বৈঠকে বসছিলাম। কিন্তু এর মাঝে অনাকাঙ্খিত কারণে কলহ তৈরি হয়।’
এদিকে গণমাধ্যম বলছে এশিয়া কাপে পরাজয়ের পর কয়েকজন সিনিয়র প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন বাবর। এক পর্যায়ে তা কলহ তৈরি করে। তারপর উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে শাহিনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে গুঞ্জনের অবসান করেছেন বাবর আজম। শুধু তাই না, অনুষ্ঠানস্থল থেকে শাহীনের পাশে দাঁড়ানোর একটি ছবিও টুইটারে পোস্ট করেছেন বাবর।