ঢাকা প্রিমিয়ার লিগে টানা জয়ে শিরোপা পথেই এগিয়ে যাচ্ছে আবাহনী লিঃ। বুধবার বিকেএসপিতে টুর্নামেন্টের দশম রাউন্ডের খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারায় তারা। এ জয়ের ফলে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান খেলায় প্রাইম ব্যাংকের পয়েন্ট ১০।
এদিন বিকেএসপিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান তোলে আবাহনী। দলের পক্ষে ওপেনার পারভেজ হোসেন ইমন ৭৯, অধিনায়ক শান্ত ৫৮ ও মোসাদ্দেক ৩৭ রান করে বিদায় নেন। শেষ দিকে রিপন মন্ডল ১৭ ও নাহিদ রানা ১ রান করে অপরাজিত থাকেন।
বল হাতে প্রাইমের পক্ষে হাসান মুরাদ ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া ১০ ওভারে নাঈম আহমেদ ৪৯ রান খরচ করে নেন তিনটি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩২ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে ওপেনার নাঈম শেখ ৭৩ রান করে বিদায় নেন। নাঈম ছাড়া টপঅর্ডারের বাকি সবাই ব্যর্থ। শেষ দিকে শামিম হোসেন পাটওয়ারী ৪০ রান করে বিদায় নেন ২৬ বলে। তার ইনিংসে তিন বাউন্ডারি ও চার ছক্কা রয়েছে। বল হাতে আবাহনীর পক্ষে মোসাদ্দেক হোসেন ৭ ওভারে ২৯ রান নিয়ে একাই নেন তিন উইকেট। এছাড়া রকিবুল হাসান ৪ ওভার ১৬ রান দিয়ে নেন দুটি উইকেট।