শিরোপার লড়াইয়ে ৬২ রানে গুটিয়ে গেল ঢাকা

এনসিএল টি-টোয়েন্টির ফাইনাল

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রোকে মাত্র ৬২ রানে গুটিয়ে দিল রংপুর বিভাগ। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভার উইকেটে টিকতে পেরেছে ঢাকার ব্যাটাররা। বল হাতে রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

৪ ওভার বোলিং করে ১২ রানে একাই নেন তিন উইকেট। আসরের অন্যতম সেরা বোলার আলাউদ্দিন বাবু ৩.৩ ওভঅরে ১২ রানে তিন উইকেট। এ তিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি টুর্নামেন্টের সেরা ব্যাটার ঢাকার অধিনায়ক নাঈম শেখ। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শুন্য রানে আলাউদ্দিন বাবুর বলে বিদায় নেন।

আর এক ওপেনার ইমরানুজ্জান ৪ রান করে ফেরেন। এছাড়া আনিসুল ইসলাম ৩, আমিনুল ইসলাম বিপ্লব শুন্য রানে সাজঘরে ফেরেন। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান আসে শামসুর রহমান শুভর ব্যাট থেকে। এছাড়া ১৩ রান করেন আবু হায়দার রনি। দলের বাকি সবাই ব্যর্থ।

এদিন টস জিতে ঢাকা মেট্রোকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুরের অধিনায়ক আকবর আলী।

Exit mobile version