বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোন ক্লাব গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল রংপুর রাইডার্স গায়ানার উদ্দেশ্য উড়াল দিয়েছে। যেখানে পাঁচটি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। জমজমাট এই টি-টোয়েন্টির টুর্নামেন্টে অংশ নিতে সোমবার রাতে ঢাকা ত্যাগ করে দলটি।
দেশে ছাড়ার আগে বিমান বন্দরে অধিনায়ক সোহান বলেন,‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে, এখানে অংশ নেওয়া। দেশের মধ্যে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য।’
এছাড়া তিনি বলেন,‘একইসঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে।’
রংপুর রাইডার্স স্কোয়াড : নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।