এশিয়া কাপ শেষ হলেও থামেনি নাটক। মাঠের লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মুহূর্তেও নতুন বিতর্কে জড়িয়ে পড়ল ভারতীয় ক্রিকেট দল। শিরোপা জিতলেও ট্রফি হাতে ওঠেনি সূর্যকুমার যাদবদের। কারণ, এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় তারা।
গতকাল রাত সাড়ে ১১ টায় ম্যাচ শেষ হওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অবশেষে গভীর রাতে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কিন্তু ভারতীয় দল তখনও ট্রফি নিতে রাজি নয়। প্রায় ২০ মিনিট মঞ্চে অপেক্ষার পর এসিসি সভাপতি নাকভি সরে যান এবং ট্রফি ও মেডেল সঙ্গে নিয়ে মঞ্চ ছেড়ে চলে যান।
ট্রফি ছাড়া সেই মুহূর্তেই শুরু হয় ভারতের উদযাপন। অধিনায়ক সূর্যকুমার যাদব লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের মতো কল্পিত ট্রফি হাতে উদযাপন করেন সতীর্থদের সঙ্গে। তবে এই ঘটনা মেনে নিতে পারছেন না বিসিসিআই সচিব দেভজিৎ সাইকিয়া। তিনি বলেন,
“আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পাকিস্তানি প্রতিনিধির কাছ থেকে ট্রফি নেব না। কিন্তু তাই বলে ট্রফি- মেডেল তিনি নিজের কাছে রেখে দেবেন, এটা অকল্পনীয়। যত দ্রুত সম্ভব ট্রফি ভারতে পাঠাতে হবে। নভেম্বরের দুবাই কনফারেন্সে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাব।”
অধিনায়ক সূর্যকুমার অবশ্য জানিয়েছেন, এটি ছিল মাঠেই নেওয়া সিদ্ধান্ত। তিনি বলেন,
“বোর্ড থেকে আমাদের কিছু জানানো হয়নি। আমরা তখনই ঠিক করেছি ট্রফি নেব না। আমার কাছে আসল ট্রফি ড্রেসিং রুমেই আছে—আমার সতীর্থরা আর সাপোর্ট স্টাফ।”
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা হতাশা প্রকাশ করে বলেন,
“এমন কিছু জীবনে প্রথম দেখলাম। জয়ী দলকে ট্রফি তো সভাপতিই দেন। তার কাছ থেকে না নিলে তবে কার কাছ থেকে নেবে?”
এসিসির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি ট্রফি ভারতের হাতে যাবে কি না। সবকিছু মিলিয়ে এশিয়া কাপ শেষ হলেও ট্রফি-নিয়ে ভারত ও এসিসির টানাপোড়েনের শেষ হয়নি।
