শিরোপা জিতে রেকর্ড প্রাইজমানি পেল রিশাদদের লাহোর

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন ফাইনালে একাদশে ছিলেন, স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজও।

এই জয়ে লাহোর এখন পিএসএলের সবচেয়ে সফল দল—তৃতীয় শিরোপা ঘরে তুলেছে তারা ২০২২, ২০২৩-এর পর ২০২৫ সালে এসে। শুধু ট্রফিই নয়, চ্যাম্পিয়ন দল হিসেবে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে তারা।

চ্যাম্পিয়ন হিসেবে লাহোর কালান্দার্স পেয়েছে ৫ লাখ মার্কিন ডলার, যা প্রায় ১৪ কোটি পাকিস্তানি রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৫ লাখ টাকা। কোয়েটা রানার্সআপ হয়ে পেয়েছে ২ লাখ ডলার, প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

এবারের আসরে ব্যক্তিগত পুরস্কারেও ছিল চমক। টুর্নামেন্টসেরা নির্বাচিত হয়েছেন কোয়েটার ব্যাটার হাসান নেওয়াজ, যিনি ৩৯৯ রান করে পেয়েছেন ৩০ লাখ রুপি ও একটি বিদ্যুচ্চালিত গাড়ি। তিনি জিতেছেন সেরা ব্যাটসম্যানের পুরস্কারও (৩৫ লাখ রুপি)।

সেরা বোলার হয়েছেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি (৩৫ লাখ), ফাইনালের সেরা কুশাল পেরেরা পেয়েছেন ৫০ লাখ রুপি। এছাড়া সেরা ফিল্ডার, অলরাউন্ডার, কিপার ও উদীয়মান খেলোয়াড়রাও পেয়েছেন ৩৫ লাখ রুপি করে।

বিপিএল ও আইপিএলের তুলনায় এবার পিএসএলের পুরস্কার বরাদ্দ ছিল তুলনামূলক বেশি। বিশেষ করে দলীয় এবং ব্যক্তিগত পুরস্কারে পাকিস্তান ক্রিকেট বোর্ড উদারতার পরিচয় দিয়েছে।

Exit mobile version