যেমনটা প্রত্যাশা করা হয়েছিল, শারজায় চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। আজ রাত ৯টায় শারজাতে শুরু হবে এ ম্যাচটি।
গ্রুপ পর্বে উভয় দল চার ম্যাচের তিনটিতে জয় পেয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে। উভয় দলের পয়েন্ট ৬, তবে রান রেটে পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। দুটো দলই তাদের অপর প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে জয় পায়। তবে একে অপরের বিপক্ষে খেলা দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে একটিতে হেরেছে। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেই প্রতিশোধ নেয় আফগানিস্তান। ফলে আজ পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার পালা।
রান রেটে গ্রুপ পর্বে পাকিস্তান চ্যাম্পিয়ন হলেও প্রায় সবক্ষেত্রেই তাদেরকে টপকে গেছে আফগানিস্তান। ফলে আজ শিরোপা নির্ধারণী ম্যাচটা পাকিস্তানের জন্য কঠিন এক পরীক্ষা। আফগানিস্তান ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রে পাকিস্তানের তুলনায় দক্ষতার পরিচয় দিয়েছে।
গ্রুপ পর্ব শেষে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ১৮৫ রান নিয়ে সবার উপরে। সেখানে পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি রান করা ফখর জামান (১২৮) রয়েছেন চতুর্থ স্থানে। তার উপরে আছেন আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসমি (১৬৩) ও আফগানিস্তানের সেদিকুল্লাহ অতল (১৪১)।
বোলিংয়ে একই অবস্থা। আরব আমিরাতের হায়দার আলী ৬ উইকেট নিয়ে সবার উপরে। সমান সংখ্যক উইকেট নিয়ে আফগানিস্তানের রশিদ খান দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজের উইকেট সংখ্যা ৫।
তবে টি-টোয়েন্টি ক্রিকেট বলে কথা। নির্ধারিত দিনে যারা ভালো খেলবে জয় হবে তাদেরই।
