শীর্ষে যুক্তরাষ্ট্র-আফগানিস্তান শঙ্কায় পাকিস্তান-নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা

জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের লড়াই। চলতি বিশ্বকাপে টানা জয়ে পয়েন্ট সবার ওপরে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান। তাতে বিশ্বকাপের শুরুতেই বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান-নিউজিল্যান্ডসহ বড় দলগুলো।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে চমক দিয়ে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র। এক জয়ে ভারত আছে দুইয়ে। আর দুই ম্যাচে এক জয়ে কানাডা আছে তিনে। পাকিস্তান ১ হার এবং নেরারল্যান্ডস দুই হারে বিদায়ের পথে।

গ্রপ ‘বি’ তে তিন ম্যাচে ৩ পয়েণ্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া ১ ম্যাচে ২ পয়েন্ট। নামিবিয়া এক জয়ে ২ পয়েন্টি। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট নিয়ে বিপদে ইংল্যান্ড। আর ওমান দুই ম্যাচ হারে বিদায়ের পথে।

গ্রপ ‘সি’ তে চমক দিয়ে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আফগানিস্তান। এক জয়ে ওয়েস্ট ইন্ডিজ ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। উগান্ডা এক জয়ে পয়েন্ট ২। পাপুয়া নিউগিনি ২ ম্যাচে শুন্য ও নিউজিল্যান্ড আফগানদের সাথে হেরে বিদায়ের শঙ্কায়।

গ্রপ ‘ডি’তে জমে উঠেছে পয়েন্ট তালিকা। দক্ষিণ আফ্রিকা,নেদারল্যান্ড ও বাংলাদেশ একটি করে জয়ে ১,২,৩ নম্বার অবস্থান করছে। নেপাল এক ম্যাচে হারলেও শ্রীলঙ্কা টানা দুই ম্যাচ হেরে বিদায়ের শঙ্কায়।

Exit mobile version