শুভমান গিলের সেঞ্চুরিতে বিপর্যয় এড়াল ভারত

বার্মিংহাম টেস্ট

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত। গতকাল বুধবার থেকে শুরু হওয়া বার্মিংহাম টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটাররা শাসকের ভূমিকায়। বিশেষ করে অধিনায়ক শুভমান গিল ও ওপেনার যজস্বী জয়সোয়াল। গিলের সেঞ্চুরি (১১৪*) ও জয়সোয়ালের ৮৭ রানের সুবাদে দিন শেষে তারা ৫ উইকেট হারিয়ে ৩১০ রান করেছে। ক্রিজে আছেন গিল ও রবীন্দ্র জাদেজা। তার সংগ্রহ ৪১ রান।

প্রথম টেস্টে ৫ উইকেটে হারা সফরকারী ভারত এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নামে। ইনিংসের শুরুতে বড় একটা ধাক্কা হজম করতে হয় ভারতকে। লোকেশ রাহুল মাত্র ২ রান করে ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে ফিরে যান। দলের সংগ্রহ তখন মাত্র ১৫। এ অবস্থায় দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। করুণ নাইরকে নিয়ে ৮০ রানের জুটি তাদের। ৩১ রানে নাইরের আউটের মাঝ দিয়ে এ জুটি বিচ্ছিন্ন হয়।

শুভমান গিলের চমৎকার ব্যাটিংয়ের পাশাপশি রবীন্দ্র জাদেজর দায়িত্বশীল ব্যাটিং শেষ দিকে ভারতকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। কেননা এক মাত্র তিন রানের ব্যবধানে ভারত চতুর্থ ও পঞ্চম উইকেট হারিয়েছিল। দলীয় রান তখন ২০৮ ও ২১১। এ অবস্থায় দলকে স্থিতি এনে দেন গিল ও জাদেজা। এরই মধ্যে তারা ৯৯ রানের জুটি গড়েছেন।

গিল তার ১১৪ রান করতে ২১৬ বল মোকাবেলা করেছেন। এক ডজন বাউন্ডারি মেরেছেন তিনি। আর জাদেজা ৬৭ বলে ৪১ রানে অপরাজিত।

ইংল্যান্ডের ক্রিস ওকস দুই উইকেট পেয়েছেন। ব্রান্ডন কার্সি, বেন স্টোকস ও শোয়েব বশির একটি করে উইকেট পেয়েছেন।

Exit mobile version