জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। বুধবার হারারাতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা ৪ উইকেটে জয় পেয়েছে। ৭ উইকেটে জিম্বাবুয়ের করা ১৭৫ রানকে তারা মাত্র ৫ বল হাতে রেখে জয় পায়। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
দুর্ভাগ্য জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেটের। অসাধারণ ব্যাটিং করেও দলকে জয় এনে দিতে পারেননি। এই ওপেনার ৮১ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন। ৫৭ বলে এক ডজন বাউন্ডারি মারেন তিনি। অধিনায়ক সিকান্দার রাজার ২৮ আর রায়ান বার্লের ১৭ রান নিয়ে জিম্বাবুয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় সফরকারী দলকে।
শ্রীলঙ্কা অবশ্য শুরু থেকেই যোগ্য জবাব দিতে থাকে। বিশেষ করে দুই ওপেনার দেখেশুনে খেলে পরের ব্যাটারদের কাজটা সহজ করে দেন। এ জুটি ৯৬ রান করেন। পাথুম নিশাঙ্কা করেন ৫৫ রান। আর কুশাল মেন্ডিসের সংগ্রহ ছিল ৩৮ রান। চমৎকার সুচনার পর একটা ধাক্কা অবশ্য হজম করতে হয়েছে শ্রীলঙ্কাকে। ৯৬ থেকে ১০৬ রানের যেতে হারাতে হয়েছিল ৪ উইকেট। তবে শেষ দিকে কামিন্দু মেন্ডিসের চমৎকার ব্যাটিং সেই বিপর্যয় কাটিয়ে শ্রীলঙ্কাকে জয় এনে দেয়।
কামিন্দু ঝড়ো ব্যাটিং করেছেন। ১৬ বলে ৪১ করেন তিনি। একটি বাউন্ডারি ছিল তার ইনিংসে, আর ওভার ছিল চারটি।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ১৭৫/৭ (২০ ওভার)। (বেনেট ৮১, সিকান্দার রাজা ২৮, বায়ান বার্ল ১৭; দুষ্মান্থা চামিরা ৩/৩০)।
শ্রীলঙ্কা: ১৭৭/৬ (১৯.১ ওভার)। (পাথুম নিশাঙ্কা ৫৫, কুশাল মেন্ডিস ৩৮, কামিন্দু ৪১*; রিচার্ড এনগ্রাভা ২/১৯)।
ফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কামিন্দু মেন্ডিস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















