পাঁচ ম্যাচে চার পরাজয় নিয়ে টেবিলের তলানীতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কার্যত সেমিফাইনালের সম্ভাবনা নেই বললেই চলে তাদের। দুই পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে একেবারে তলানীতে অবস্থান ইংলিশরা। যদিও খাতাকলমে এখনো শেষ চারে খেলার আশা আছে তাদের। এমন সমীকরণে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে জস বাটলারের দল। শুরুতেই প্রতিপক্ষের তিন ব্যাটার যথাক্রমে শুভমান গিল, ভিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের উইকেট তুলে নিয়েছে দলটি।
রোহিত ও শুভমানের উদ্বোধনী জুটি শুরুটা ঠিকঠাকই রেখেছিলেন। কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে ক্রিস ওকসের বলে বোল্ড আউট হন শুভমান গিল। ভারতের সংগ্রহ তখন ২৬ রান। ওয়ান ডাউনে নামা ভিরাট আজ বেশিই সতর্ক ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তারও। দলীয় ২৭ রানে বিদায় নেন তিনি। ৯ বল খেলে কোন রান করেই আউট হন এই মুহুর্তে ইনফর্ম এই ব্যাটার। ৭ম ওভারে উইলির বলে ধরা পড়েন বেন স্টোকসের হাতে। শ্রেয়াস ফেরেন ব্যক্তিগত চার রানে। ১৬ বল খেলে ওকসের বলে ধরা পড়েন মার্ক উডের হাতে। ভারতের সংগ্রহ তখন ৪০ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















